-->

কিভাবে ব্লগ পেজ তৈরি করবেন ?

কিভাবে ব্লগ পেজ তৈরি করবেন

Blog নামের একটি নতুন পেজ তৈরি করুন। Settings > Reading এ গিয়ে ব্লগ পেজটিকে সকল ব্লগ পোষ্টের পেজ হিসেবে সিলেক্ট করুন। 

শেষ!

ডেমো কন্টেন্ট ইমপোর্ট করা

Tools > Import এ গিয়ে WordPress Importer ব্যবহার করে নিন। এরপর রান করুন। ডেমো ব্যাকাপের ফাইল নির্বাচন করে Upload file and import ক্লিক করুন।

Download file attachments পেজ সামনে আসবে। পছন্দ মত এডিট করে Submit ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস থিম সেটিংস কাস্টমাইজ করা

আমাদের স্ট্রাকচার রেডি। এখন থিম অপশন নিয়ে কাজ করব। Appearance > Customize দিয়ে থিম কাস্টমাইজার ওপেন করুন। এখানে থিমের কালার, ফন্ট, লোগো, ফুটার ইত্যাদি কাস্টমাইজ করা যায়।

Theme customizer
ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজার

এছাড়া Edit With Visual Composerবাটন ব্যবহার করে যে কোন পেজ লেআউট কাস্টমাইজ করতে পারবেন। 

কিসে ভালো ওয়েবসাইট হয়

Clean and minimal websites আজকাল অনেক জনপ্রিয়।

১। যথেষ্ট হোয়াইটস্পেস

এতে কন্টেন্টের এম্ফেসিস বাড়ে। সাইট অনেক পরিষ্কার ও মডার্ন দেখা যায়।

২। বড় ইমেজ

ইমেজ সাইটের সৌন্দর্য  বর্ধনের কাজে আসে। এটা ভিজিটরের নজরকাড়ে। 

এনভাটো ইলিমেন্টস এ প্রফেশনাল স্টক ফটো কিনতে পাওয়া যায়ঃ

৩। টাইপোগ্রাফি

বড় ও বোল্ড ফন্ট ব্যবহার করুন। এতে সাইটের কন্ট্রাস্ট বাড়ে। 

৪। মিনিমাল ন্যাভিগেশন

সাইটের লুক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মেন্যু পরিপাটি ও মিনিমাল রাখুন। 

৬। বোল্ড কালার

এতে ভিজুয়াল ইন্টারেস্ট বাড়বে এখন একেক সেকশন আলাদা করে নজরে আসবে। 

একটা ক্লিন ওয়ার্ডপ্রেস থিম দিয়ে একটি মডার্ন ওয়েবসাইট তৈরি করা

এমন সহজে সাইট বানাতে আমাদের ক্লিন ওয়ার্ডপ্রেস থিম কালেকশন চেক করে দেখতে পারেন।

Ads
See Also :